Your Ads Here 100x100 |
---|
বগুড়া প্রতিনিধি:
জনবান্ধব ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার আদমদীঘি উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় এক সেমিনার, যেখানে ভূমি সচেতনতা ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা সাব রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, কানুনগো সুনিল চন্দ্র সরকার, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন ও জনস্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানী, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ছাতিয়ানগ্রাম ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহি উদ্দিন তালুকদার, সান্তাহার ইউপি’র প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, কুন্দগ্রামের প্যানেল চেয়ারম্যান মোসলেম উদ্দিন।
শিক্ষাক্ষেত্র ও গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান এবং উপজেলা এনজিও সমন্বয় ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলার মধ্য দিয়ে ভূমি সংক্রান্ত সেবা ও সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। ভূমি মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।