32.1 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

আবার ক্যামেরার সামনে মৌসুমী

জনপ্রিয়
 

- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
কিছুদিন আগে গুঞ্জন ওঠে- অভিনয়কে ইতি জানিয়েছেন তিনি চিত্রনায়িকাক মৌসুমী। শুধু তাই নয়, চলতি মাসের শুরুতে মৌসুমীর স্বামী ওমর সানী জানান, মৌসুমী ভুলে যেতে চান তিনি মৌসুমী  ছিলেন!
ওমর সানীর ওই মন্তব্যের পর অনেকেই ধরেই নিয়েছিলেন আর কোনোদিন হয়ত মৌসুমীকে আর পর্দায় দেখা যাবে না। সমস্ত গুঞ্জন উড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌমুমী। এবার সিনেমা নয়, তিনি আসছেন টেলিছবি নিয়ে।
দুই বছর ধরে মৌসুমী বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন। এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং।

এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান। রবিবারএকটি ভিডিও শেয়ার করে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীর।

জানা গেছে, এটিভির (ইউএসএ) ঈদ আয়োজনে টেলিছবিটি প্রচার হবে। এ টেলিছবি ছাড়াও একই চ্যানেলের একটি নাটকে দেখা যাবে মৌসুমীকে।

ভিডিওতে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘‘পিএস চাই সুন্দরী’ নামে আমাদের নাটকটি আসছে। কোরবানির ঈদের জন্য নির্মাণ হচ্ছে এটি। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। বসের সঙ্গে শুটিং করেতে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্যরকম গল্পের কাজ এটি।
প্রসঙ্গত, মৌসুমীর মুক্তিপ্রাপ্ত সিনেমা সর্বশেষ সিনেমা ‘সোনার চর’। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধাসহ আরও অনেকে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ইউক্রেনের জনগণ তাদের জমির দখল ছাড়বে না

খবরের দেশ ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন...