33.5 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ফুটবল ডেস্ক :
ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় ইউরোপিয়ান গোল্ডেন শু। এই লড়াইয়ে ভিক্টর গয়োকেরেস ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমেই অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম এই পুরস্কার জিতে নেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে।
এমবাপ্পে গত গ্রীষ্মে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন।
রিয়ালে অভিষেক মৌসুমে তিনি সব প্রতিযোগিতায় মোট ৫৫ ম্যাচে ৪২টি গোল করেন। যদিও লা লিগায় তার ৩১ গোল স্পোর্টিং সিপির ভিক্টর গয়োকেরেসের পর্তুগিজ লিগে করা ৩৯ গোলের চেয়ে কম, তবুও ইউরোপের শীর্ষ পাঁচ লিগের গোলের মান বেশি হওয়ার কারণে (প্রতি গোল ২ পয়েন্ট হিসেবে গণ্য) এমবাপে গোল্ডেন শু জিতে নেন। অন্যদিকে, পর্তুগিজ লিগের মতো অন্যান্য লিগে গোলের মান ১.৫ পয়েন্ট হিসেবে ধরা হয়।

 

৬২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছেন এমবাপ্পে।

তার পেছনে অবস্থান করেছে স্পোর্টিং সিপির ভিক্টর গয়োকেরেস ৫৮.৫ পয়েন্ট নিয়ে এবং লিভারপুলের মোহাম্মদ সালাহ ৫৮ পয়েন্ট নিয়ে।

 

এই অর্জনের মাধ্যমে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন। তার আগে হুগো সানচেজ (১৯৮৯-৯০) এবং ক্রিস্টিয়ানো রোনালদো (২০১০-১১, ২০১৩-১৪ এবং ২০১৪-১৫) এই পুরস্কার জিতেছিলেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

পুঠিয়ায় হায়নার কামড়ে ৪জন আহত

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় গতকাল ৩১ জুলাই ভোর রাতে এক পশুর...