Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ২২ মে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে তার পদত্যাগের ভাবনার কথা জানান। জানা যায়, এ সময় তিনি সরকারের বিভিন্ন উদ্যোগে নানা প্রতিবন্ধকতার কথা বলেন। প্রায়ই সড়ক আটকে আন্দোলন, সংস্কারসহ বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতাসহ দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন তিনি।
এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি, ‘ঢাকার ৪৪টি পয়েন্টে ১৪৪ ধারা জারিসহ বেশ কিছু পয়েন্টে জরুরি অবস্থা’ শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ঢাকার ৪৪টি পয়েন্টে ১৪৪ ধারা জারিসহ বেশ কিছু পয়েন্টে জরুরি অবস্থা’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া অনুমাননির্ভর কল্পনার ভিত্তিতে আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি। তা ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), বাংলাদেশ সেনাবাহিনী এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সামাজিকমাধ্যম, ওয়েবসাইট পর্যবেক্ষণ করে ওই দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৪৪ ধারা হলো বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি। এই আইনের ক্ষমতাবলে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো এলাকায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সভা-সমাবেশ করা, আগ্নেয়াস্ত্র বহনসহ যেকোনো কাজ নিষিদ্ধ করতে পারেন। জরুরি অবস্থা বা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি নিয়ন্ত্রণে এই আইনের প্রয়োগ করা হয়।
আলোচ্য বিষয়ে অধিকতর নিশ্চিতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেলে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ঢাকায় ১৪৪ ধারা জারির দাবিটি ভুয়া বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন।
সুতরাং, ‘ঢাকার ৪৪টি পয়েন্টে ১৪৪ ধারা জারিসহ বেশ কিছু পয়েন্টে জরুরি অবস্থা’ শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।