27.6 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

লাহোরে নিরাপদ আছে বাংলাদেশ দল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় দল পাকিস্তানে পা রেখেই নেমে গেছে অনুশীলনে। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগে বিসিবি জানিয়েছে, সেখানে নিরাপদেই আছে বাংলাদেশ দল।

পাকিস্তানে পৌঁছানোর আগেই অবশ্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। সবচেয়ে অভিজ্ঞ টি-টোয়েন্টি বোলার মুস্তাফিজুর রহমান চোটের কারণে ছিটকে গেছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় নিজের বোলিংয়ে একটি বল থামাতে গিয়ে আঙুলে চোট পান তিনি। এরপরই তাকে সিরিজ থেকে বাদ দিতে হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজের জায়গায় ডেকে নিয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে। সম্প্রতি তিনি মিরপুরে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি সিরিজ শেষ করেছেন। জরুরি ভিত্তিতে খালেদকে পাকিস্তানে উড়িয়ে নেওয়া হয়েছে।

এছাড়াও চোটে পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় নেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। তিনি আগেই পাকিস্তানে ছিলেন, লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছেন।

সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে পিএসএল খেলতে গিয়েছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তা শেষ করে দলে যোগ দিয়েছেন তিনিও। এবারের পিএসএলে লাহোর কালান্দার্সকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিশাদ। তিনি ও মিরাজ দুজনেই এখন বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়েছেন এবং সোমবার সন্ধ্যায় দলের প্রথম অনুশীলনেও অংশ নিয়েছেন।

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বাড়তি সতর্কতা নিয়েছে। দলের সঙ্গে পাঠানো হয়েছে অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদকে। তিনি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘এখানে এসে যতটুকু দেখেছি, সবকিছু ঠিকঠাক আছে। শহরে কোনো সমস্যা বা অস্থিরতার চিহ্ন দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা ৭টায় আমাদের প্রথম অনুশীলন সেশন হবে। সেখানেই আমি স্থানীয় নিরাপত্তা প্রধানের সঙ্গে দেখা করব। এরপরই আগামী দিনের পরিকল্পনা আরও স্পষ্ট হবে।’

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুও জানান, ‘দল ভালো আছে। ওখানে পরিস্থিতিও স্বাভাবিক। খেলোয়াড়দের মানসিকতা ভালো আছে এবং সবাই খেলতে আগ্রহী।’

তিনি আরও জানান, বিসিবির নিরাপত্তা দলও পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা দল মাঠে সবকিছু তদারকি করছে। পাকিস্তান সব সময়ই অতিথি দলের জন্য ভালো নিরাপত্তা দিয়ে থাকে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই।’

প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে, বুধবার। দ্বিতীয় ম্যাচ ৩০ মে এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ১ জুন, রোববার। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?

খবরের দেশ ডেস্ক : কি ইট লাগাইছে, শহিদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?  জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের...