31.3 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

সচিবালয়ে কঠোর নিরাপত্তা জোরদার, ঢুকতে পারেননি সাংবাদিকরা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদনের প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সেখানে মোতায়েন করা হয়েছে সোয়াট ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের।

মঙ্গলবার (২৭ মে) সকালে দেখা গেছে, সচিবালয়ের গেটের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন। কর্মরত কর্মকর্তা ও কর্মচারী ছাড়া আর অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি।

সাংবাদিকরা সচিবালয়ের বাইরে প্রধান ফকের সামনে অবস্থান নিয়েছেন। কখন তারা সচিবালের ভেতরে প্রবেশ করবেন সে সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। এতে করে সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা সচিবালয়ের ভিতরে চলমান আন্দোলন কাভার করার জন্য ঢুকতে পারছেন না। সচিবালয়েলয়ের ভেতরে কর্মচারীদের বিক্ষোভ মিছিল চলছে।

এর আগে সোমবার (২৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, অনিবার্য কারণবশত মঙ্গলবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করা হলো।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ অনুমোদনের প্রতিবাদে গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের প্রধান ফটক আটকে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ মঙ্গলবারও সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করছেন কর্মকর্তা কর্মচারীরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের তারিখ থেকে গণনায় হাইকোর্টের রুল

  খবরের দেশ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জ্যেষ্ঠতা গণনায় এমপিওভুক্তির তারিখ নয়, বরং চাকরিতে প্রথম যোগদানের তারিখ বিবেচনা করতে কেন নির্দেশ...