26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

ইশরাকের মেয়র পদ বিষয়ে শুনানি বুধবার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।
মঙ্গলবার (২৭ মে) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। আদালতে লিভ টু আপিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুসা।
ইশরাকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী এহসানুর রহমান।
ইসরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে গত ১৪ মে হাইকোর্টে রিট করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের কার্যকারীতা স্থগিত চাওয়া হয় রিটে।
সেই সঙ্গে ইশরাককে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও রিটে চাওয়া হয়।

গত ২২ মে রিটটি সরাসরি খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

আদেশে বলা হয়, রিট আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর এখতিয়ার নেই। তাই রিটটি সরাসরি খারিজ করা হলো।

ওই দিনই পূর্ণাঙ্গ আদেশটি প্রকাশ পায়। গত ২৬ মে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে লিভটু আপিল করলেন রিট আবেদনকারী। লিভ টু আপিলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

আদালতের রায়ের কপি পেলে ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি

  খবরের দেশ ডেস্কঃ বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আদালতের...