26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫

‘অ্যাকশন’ সিনেমা নিয়ে আসছেন বুবলী, সজল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
গেল ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। আসন্ন ঈদেও থাকছে এই নায়িকার নতুন ছবি ‘সর্দারবাড়ির খেলা…’।
এর মধ্যেই জানা গেল নতুন সিনেমার খবর। সপ্তাহখানেক ধরে নতুন একটি সিনেমার শুটিং করছেন বুবলী।
ছবিটির প্রাথমিক নাম ‘শাপলা শালুক’। ছবিটির নাম বদলে যেতে পারে বলে জানালেন এর পরিচালক রাশেদা আক্তার লাজুক। ছবিটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

 

জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হচ্ছে।

বুবলী জানালেন, এই লোকেশনে আগে কখনো শুটিং করেননি তিনি। নায়িকা বলেন, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।

তিনি আরো বলেন, ‘যেকোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সব সময় গুরুত্ব দিই। মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করা না যায় তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।

পরিচালক জানালেন, ছবিটি অ্যাকশন, রোমান্টিক ও পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। ছবিতে ক্ল্যাসিক ধাঁচের ছোঁয়াও আছে।

ছবিতে সজল-বুবলী ছাড়া আরো অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

- Advertisement -spot_img
সর্বশেষ

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়: সারজিস আলম”

  খবরের দেশ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব- দেশের সার্বভৌমত্বের প্রশ্নে...