29 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

জসীমউদ্দীনের কবিতার নামেই গানের শিরোনাম

কবিতার নামেই রাখা হয়েছে গানের শিরোনাম

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

‘ফুল নেয়া ভাল নয় মেয়ে/ফুল নিলে ফুল দিতে হয়/ফুলের মতন প্রাণ দিতে হয়’- লাইনগুলো পল্লীকবি জসীমউদ্দীনের; তার ’হলুদ বরণী’ কাব্যগ্রন্থের ‘ফুল নেয়া ভালো নয়’ কবিতার। পংক্তিতে এবার সুর বসেছে, তৈরি হয়েছে গান। কবিতার নামেই রাখা হয়েছের গানের শিরোনাম। আর গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী।

গানটি গেয়েছেন, সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। গানটির মাধ্যমে আত্মপ্রকাশ করল ‘বেঙ্গল সিম্ফোনি’ গানের দল। পরিবারের অনুমতি নিয়েই পল্লীকবির কবিতা থেকে গানটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমন চৌধুরী।

তিনি জানান, ‘বেঙ্গল সিম্ফোনি’ থেকে এখন নিয়মিতই গান পাবেন শ্রোতারা। ইমন চৌধুরী বলেন, ‘গত দেড় বছর আমরা ২৫ থেকে ৩০ জন একসঙ্গে গান–বাজনা করছিলাম। সবাই মিলে তৈরি করেছি ‘বেঙ্গল সিম্ফোনি’ টিম। আমাদের মূল স্বপ্ন বাংলা গানকে সমৃদ্ধ করা।’

ইমন চৌধুরী মনে করেন, তাদের শুরুটা হয়েছে খুব মিষ্টি আয়োজনে। আগামীতে আরও সুন্দর গান অপেক্ষা করছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কনক খন্দকার কক্সবাজারে হয়েছে দৃশ্যধারণ। এর আগে তিনি ’লটারি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এবারই প্রথম নির্মাণ করলেন মিউজিক ভিডিও। কনক বলেন, ’ইমন চৌধুরীকে আমি একজন মিউজিশিয়ান হিসেবে খুবই পছন্দ করি আবার মানুষ হিসেবেও তিনি অসাধারণ। কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। গানটি যেহেতু পল্লীকবির কবিতা থেকে করা হয়েছে, তাই একটা সহজ, সুন্দর নির্মাণের চেষ্টা করেছি।

- Advertisement -spot_img
সর্বশেষ

গণতান্ত্রিক ঐক্যের উপর নির্ভর করছে সংলাপের সফলতা: আলী রীয়াজ

গণতন্ত্রের স্বপ্ন যদি সত্যিই বাস্তবায়নের পথে হাঁটে, তবে সেই পথ হবে দলগুলোর ঐক্য—এমন অভিমত প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের...