27.5 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (২৮ মে) দুপুর সোয়া ২টায় জাপানের রাজধানী টোকিও পৌঁছেছেন। বাংলাদেশ সময় তাঁর আগমন সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের পর সম্পন্ন হয়।

ড. ইউনূস এই সফরে টোকিওতে অনুষ্ঠিতব্য ‘নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। এছাড়া তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরের অন্যতম প্রধান এজেন্ডা হলো বাংলাদেশের ১ লাখ দক্ষ কর্মী জাপানে পাঠানো এবং মাতারবাড়ি-মহেশখালী প্রকল্পসহ দেশের বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা আলোচনা। এ ছাড়া জাপানি উন্নয়ন সংস্থা জাইকার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সফরে দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। ঢাকা ও টোকিওর অমীমাংসিত ইস্যুগুলোও আলোচনার অংশ হবে। তবে সামরিক খাত সংক্রান্ত বিষয় অগ্রাধিকার পাবে না।

বিশেষ করে, জাপানের বিমান সংকটের কারণে বন্ধ থাকা সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর ব্যাপারে আলোচনা করা হবে। এছাড়া জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহযোগিতার প্রস্তাব দেবেন প্রধান উপদেষ্টা।

সফর সফল হলে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জাপানের সঙ্গে আরও গভীর ও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...