27.5 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

পাকিস্তানের বড় ক্ষতির পর স্কোয়াডে আব্বাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

বোর্ডের দিকে আঙুল তুলেছিলেন কামরান আকমল, ‘ইনজাস্টিস করছো তোমরা।’ সেই অন্যায় অবশ্য মোচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বড় মাসুল গুণে। বাংলাদেশের বিপক্ষে ৩ টি-টোয়েন্টির সিরিজ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। তার জায়গায় খেলবেন আব্বাস আফ্রিদি।

রেকর্ড মোটেও খারাপ না আব্বাসের। সাম্প্রতিক ফর্মও দারুণ। পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটেরও মালিক ছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ পাঁকা। তবুও প্রথমে দলে জায়গা পাননি আব্বাস। বিষয়টি দৃষ্টিকটু লেগেছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকমলের। আব্বাসের ফেরার খবর মঙ্গলবার দিয়েছে পিসিবি।

সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন ওয়াসিম জুনিয়র। ওই চোট সারতে অন্তত এক সপ্তাহ লাগবে। বাধ্য হয়েই বদলি খুঁজেছে পিসিবি।

এক বিবৃতিতে পাকিস্তানের বোর্ড জানিয়েছে, চোটের কারণে ওয়াসিম এই সিরিজ থেকে ছিটকে গেছেন। পিএসএল খেলার সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন। ওই চোট সারতে অন্তত এক সপ্তাহ লাগবে ওয়াসিমের। বাধ্য হয়েই বদলি খুঁজেছে পিসিবি।

আব্বাস খেলবেন বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি— সংগৃহীত ছবি

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টির প্রথমটি আজ। রাত নয়টায় টাইগারদের বিপক্ষে কুড়ি কুড়ির লড়াই। ৩০ মে ও ১ জুন বাকি দুটি টি-টোয়েন্টি। ওই সিরিজের জন্য তিনদিন আগে দল দিয়েছে পাকিস্তান। সেই দলের কড়া সমালোচনা করেছিলেন কামরান। আব্বাস স্কোয়াডে ফেরায় তাতে কিছুটা হলেও উপশম হবে।

অভিষেকের পর এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ২০টি টি-টোয়েন্টি খেলেছেন আব্বাস। উইকেট নিয়েছেন ৩৩টি। শাহিন শাহ আফ্রিদিদের না থাকার সিরিজে তার দায়িত্ব বেশ বড়!

 

- Advertisement -spot_img
সর্বশেষ

প্যারিসে প্রচণ্ড গরমে আইফেল টাওয়ার বন্ধ, ইউরোপজুড়ে রেড অ্যালার্ট জারি

  আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপজুড়ে চলমান ভয়াবহ দাবদাহে ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত আইফেল টাওয়ার। মঙ্গলবার প্রচণ্ড গরমের কারণে...