27.7 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

অপু-বুবলী কাণ্ডে প্রচণ্ড ক্ষুব্ধ শাকিব খান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে দূরত্বের বিষয়টি অনেক পুরোনো।  তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পাল্টাপাল্টি পোস্টে সেই বিরোধ আবারও সামনে এসেছে। আর এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নায়ক শাকিব খান।

মঙ্গলবার দুপুরে বুবলী ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’ এরপর অল্প সময়ের ব্যবধানে অপু বিশ্বাসও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে শাকিব খানের ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘বাবা—এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই।’

এই পাল্টাপাল্টি পোস্ট ঘিরে শুরু হয় আলোচনার ঝড়। সামাজিক মাধ্যমে দুই পক্ষের ভক্তরা একে অপরকে দোষারোপ করেন। তবে দুজন নায়িকার এই আচরণে একেবারেই খুশি নন শাকিব খান। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এই ধরনের পোস্টে শাকিব বিরক্ত। তিনি চান না ব্যক্তিগত পারিবারিক মুহূর্ত নিয়ে এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতা হোক।

এদিকে, এক সাক্ষাৎকারে ফের বিয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, “মানুষ একা থাকতে পারে না। যদি কিছু হয়, সেটা পারিবারিকভাবেই হবে। কোনো তাড়াহুড়া নেই।”

শোবিজ অঙ্গনের অনেকে বলছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে শুরু হওয়া এই দ্বন্দ্ব এখন সামাজিক মাধ্যমেও ছড়িয়েছে। আর এতে সবচেয়ে অস্বস্তিকর অবস্থানে রয়েছেন শাকিব খান নিজেই। তিনি চান, এসব বিষয়ে সবাই আরও সংযত হোন।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইউক্রেনের জনগণ তাদের জমির দখল ছাড়বে না

খবরের দেশ ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন...