ঈদুল ফিতরে ‘বরবাদ’ দিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এবার কোরবানি ঈদে আসছে তার ‘তাণ্ডব’। হিট নির্মাতা রায়হান রাফি পরিচালিত তাণ্ডব ঘিরে ইতিমধ্যেই দর্শক উন্মাদনা তুঙ্গে। এবার সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিলেন শাকিব খান।
প্রকাশ করলেন সিনেমাটির গান। গানটি প্রকাশের পরই দর্শকপ্রিয়তার শীর্ষে।
বুধবার (২৮ মে) চরকির ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হলো সিনেমাটির টাইটেল সং – ‘তাণ্ডব’। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওর পুরোটাতেই ফুটে উঠেছে শাকিব ঝড়! বিটে বিটে চলেছে অ্যাকশন ও ধ্বংসের পায়তারা।
রক্ত গরম করে তোলার মতো সেই বিট শোনা যায় গানের শুরুতেই; যা পূর্বাভাসেও শোনা গিয়েছিল খানিকটা। এবার সেই ভয়ানক ও রোমাঞ্চকর সাউন্ডস্কেপটি পুরোপুরি পেলেন দর্শক-শ্রোতারা।
ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।
চরকির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে – ‘মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডবের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক— মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’
মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস-উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। অনেকে বলছেন, গানটি দুর্দান্ত হয়েছে। কারো কারো মতে, গানেও তাণ্ডব চালালেন শাকিব। কেউ বলছেন, তাণ্ডবের গানও হিট, তাণ্ডবও হবে হবে সুপারহিট।
গত বছর তুফানি সাফল্যের পর ‘তাণ্ডব’-এর মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফী।
আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা। আর মুক্তির পর নতুন করে ইতিহাস লিখবে তাণ্ডব, তা বলাই বাহুল্য!