Your Ads Here 100x100 |
---|
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় মৎস্য দপ্তরের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী অবৈধ বেহুন্দী ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। ২৮ মে (মঙ্গলবার) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনীর নেতৃত্বে সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পাশাপাশি সন্ধ্যা নদীতে পরিচালিত পৃথক অভিযানে আরও ১৮টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমানের নির্দেশে এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এসব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, গণনাকারী প্রসেনজিৎ বড়াল এবং প্রকল্প সহায়ক কর্মী মো. সুমন হাওলাদার ও এনামুল কবির। অভিযানের বিষয়ে মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বলেন, অবৈধ জাল ব্যবহারে মাছের ডিম ও পোনা ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির মুখে।
তিনি জানান, ইলিশ সম্পদ রক্ষায় সরকার প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, বিক্রি ও মজুদ নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। স্থানীয় সুশীল সমাজের দাবি, এ ধরনের অভিযানের ফলে বাজারে ভেজাল ও অবৈধ মাছ বিক্রি কমেছে এবং দেশীয় মাছের সংখ্যা বাড়ছে। মৎস্য কর্মকর্তা আরও বলেন, জনগণের সহযোগিতা পেলে এ অভিযান আরও জোরালোভাবে চালিয়ে যাওয়া সম্ভব হবে।