চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় ছাত্রজোটের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ ও রাজশাহীতে গণতান্ত্রিক ছাত্রজোটের ওপর হামলার নিন্দা জানিয়ে এ মানববন্ধন করেছিল তারা।হামলার সময় এক নারীকে লাথি মারার একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার বিচার দাবি করেছেন সাবেক ছাত্রশিবির নেতা ও আইনজীবী শিশির মনির। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দোষীদের বিচার দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। দলীয় পরিচয় আছে কি না সেটা বড় কথা নয়।
তার অপরাধ বিবেচনা করে পদক্ষেপ নিন। আশা করি কেউ তার পক্ষ অবলম্বন করবেন না।
এদিকে নারীকে লাথি দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযুক্ত যুবকের নাম আকাশ চৌধুরী। স্থানীয় জামায়াত নেতাদের সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
খবরের দেশ ডেস্কঃ
বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সংকটে পড়েছে ফ্যাসিস্ট সরকারব্যবস্থার কারণে—এমন মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।...