Your Ads Here 100x100 |
---|
বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার ও মাগুরা ২ আসনের সাবেক আওয়ামী সাংসদ সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
আই এফ আই সি ব্যাংকের ৪ কোটি ১৪ লাখ টাকার একটি চেক ডিজঅনারের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের বিরুদ্ধে।
আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান গত ১৫ ডিসেম্বর এই মামলা দায়ের করেন।
সাকিব ছাড়াও এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সাকিব এগ্রো ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইনের বিরুদ্ধে।
মামলায় বলা হয়, সাকিবের মালিকানাধীন ওই অ্যাগ্রো ফার্ম ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে দেড় কোটি টাকা আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। এর মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মত পরিশোধ না করায় ব্যাংক ওই টাকা মেয়াদি ঋণে পরিবর্তন করে।
মামলার বাদী আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা সাহিবুর রহমান জানান সাকিব এগ্রো ফার্ম ঋনের বিপরীতে দুইটি চেক প্রদান করেন। ঋন শোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ চেকের অর্থ উত্তলোন করতে গেলে দেখা যায় ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা নেই।
তিনি আরো জানান বারবার টাকা পরিশোধের নোটিস দিয়েও কোনো জবাব না পেয়ে তারা আইন অনুযায়ী আদালতে চেক ডিজঅনারের মামলা দায়ের করেন।
এদিকে আদালত সূত্রে জানা যায় মামলার চার আসামীর মধ্যে মালাইকা বেগম মৃত্যুবরন করায় তার মৃত্যু প্রতিবেদন দাখিলের জন্য বলেছে আদালত। অপর এক আসামী ইমদাদুল হক আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালতে তার জামিন মঞ্জুর হয়। এদিন আদালতে হাজির না হওয়ায় সাকিব আল হাসান ও সাকিব এগ্রো ফার্মের এমডি গাজী শাহাগীর হোসাইনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমান।
এখন পর্যন্ত এ বিষয়ে সাকিব বা তার প্রতিষ্ঠান সাকিব এগ্রো ফার্মের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।