29.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ১ নম্বর এলাকায় র‍্যাব-১৪ এর একটি বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১টায় র‍্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাদেকল্পা এলাকার আফাজ উদ্দিন (৩৪) ও খোকন মিয়া (৩৩)।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের তথ্য পেয়ে রাতের অন্ধকারে র‍্যাব সদস্যরা পূর্ব প্রস্তুতি নিয়ে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ তাদের আটক করে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

র‍্যাবের এক কর্মকর্তা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক শুধু ব্যক্তির নয়, গোটা সমাজকে ধ্বংস করে। তাই আমরা কঠোর পদক্ষেপ নেবো।”

তিনি আরও জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান সফল হয়েছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে আমরা সব সময় প্রস্তুত।”

স্থানীয়রা র‍্যাবের এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

এবার উপস্থাপনায় চিত্র নায়ক “জায়েদ খান “

বিনোদন ডেস্ক : নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা ভাষাভাষীদের জনপ্রিয় গণমাধ্যম ঠিকানায় উপস্থাপক হিসেবে চিত্রনায়ক জায়েদ খানের অভিষেক হচ্ছে। প্রথমবারের মতো উপস্থাপনায়...