27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডি বি)। সোমবার ভোরে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গনমাধ্যমকে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। যদিও কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ আওয়ামী লীগ

গত ৫ ই আগষ্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজধানীর লালবাগ, নিউমার্কেট সহ কয়েকটি থানায় হত্যা, হত্যাচেষ্টা সহ বেশ কয়েকটি মামলার আসামী করা হয়েছে।সেইসব মামলার যেকোনোটিতেই তাকে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হতে পারে।

৫ ই আগষ্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর দু-দিন বাদে অন্তর্বর্তীকালিন সরকার ক্ষমতা গ্রহন করে। এর পরপরই গ্রেফতার হতে থাকেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি সহ দলের নেতা-কর্মীরা। অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন।

 

ক্ষমতার পালাবদলের পাঁচ মাস পর ঢাকার সাবেক সংসদ সদস্য ও চিকিৎসক মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতারের কথা জানালো পুলিশ।

 

স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন

চিকিৎসক নেতা মোস্তফা জালাল মহিউদ্দীন ১৯৮৮, ১৯৯৭ ও ১৯৯৯ সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচিত মহাসচিব ছিলেন। ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।

ছাত্রলীগের সাবেক এই নেতা ১৯৯১ সালে ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও নির্বাচনে পরাজিত হন বিএনপি নেতা মীর শওকত আলীর কাছে।

এক-এগারোতে শেখ হাসিনা কারাবন্দী থাকাকালীন

এক-এগারোতে শেখ হাসিনা কারাবন্দী থাকাকালীন তার চিকিৎসক দলের অন্যতম এই সদস্যকে ২০০৮ সালের নির্বাচনে ঢাকা- ৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেন দলটির সভানেত্রী শেখ হাসিনা। সেবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০১৪ সালে ফের নৌকার মনোনয়ন নিয়েও হেরে যান স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিমের কাছে। এরপর আর তাকে নির্বাচনের টিকিট দেয়নি আওয়ামী লীগ। তবে ২০২২ সালে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনকে দলটির সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...