33.5 C
Dhaka
শুক্রবার, আগস্ট ১, ২০২৫

ইউরোপের দেশের সাথে খেলতে আগ্রহী বাংলাদেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
ফুটবল ডেস্ক :

বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিন পর দেখা দেওয়ার সম্ভাবনা দিচ্ছে এক ভিন্ন মাত্রা—জাতীয় দল ইউরোপে খেলতে পারে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ! ফিফার সেপ্টেম্বর উইন্ডো সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই সফরে ইউরোপের কোনও দেশের বিপক্ষে এক বা দুটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাফুফের।

বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেপুটি চেয়ারম্যান মো. ইমরুল হাসান বলেন, ‘আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বর ফিফা টায়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি হোম কিংবা অ্যাওয়ে হতে পারে। যদি অ্যাওয়ে হয়, আমরা ইউরোপে খেলতে আগ্রহী। সেক্ষেত্রে দুইটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।’

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ফুটবলমহলে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা—কারণ ইউরোপের মাটিতে জাতীয় দলের ম্যাচ নতুন প্রজন্মের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।

সেপ্টেম্বরের পরিকল্পনার পাশাপাশি জাতীয় দলের ক্যাম্প ইতোমধ্যেই শুরু হচ্ছে আজ থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এবার ক্যাম্প ঘিরে আলাদা আগ্রহ—কারণ ইংল্যান্ড, কানাডা ও ইতালি থেকে আগত তিন প্রবাসী তারকা হামজা দেওয়ান চৌধুরী, সামিত সোম ও ফাহমিদুল হক থাকছেন একই দলে।

আগামী ৪ জুন ভুটান এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে চলছে প্রস্তুতি। ভুটান ম্যাচে হামজা ও সামিতকে না পাওয়ার সম্ভাবনা থাকলেও সিঙ্গাপুর ম্যাচে তিন তারকাকে একসঙ্গে মাঠে দেখা যেতে পারে।

বাংলাদেশ ফুটবল দল দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত ম্যাচের অভাবে ভুগছে। ইউরোপে গিয়ে ম্যাচ খেললে একদিকে যেমন দলটির র‍্যাংকিং উন্নত হতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতাও হবে তরুণ ও নবাগত ফুটবলারদের জন্য বিরাট অর্জন।

ফেডারেশনের এই পরিকল্পনা সফল হলে, সেপ্টেম্বরে ইউরোপের কোনো শহরে দেখা যেতে পারে লাল-সবুজের দলকে। আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করে জাতীয় দল কেমন করে, সেটাই এখন দেখার বিষয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে মাইলস ব্যান্ডে যুক্ত হয়েছিলেন?

শাফিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিরে তাকাতে চাই মাইলসের শুরুর দিনগুলোতে। তখন ১৮ বছরের শাফিন আহমেদ কীভাবে এই ব্যান্ডে যুক্ত...