Your Ads Here 100x100 |
---|
ফুটবল ডেস্ক :
প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) হয়ে দারুণ এক মৌসুম কাটানোর পর এখন ব্যালন ডি’অর জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। তবে ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা নিয়ে এখনই না ভেবে ইন্টারের বিপক্ষে শনিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছেন এই তারকা খেলোয়াড়।
ফ্রান্সের এই ফরোয়ার্ড পিএসজির চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলটির হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৩৩ গোলের পাশাপাশি করেছেন ১৩টি অ্যাসিস্ট।
যার মধ্যে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ১৮ ম্যাচে ২৪ গোলের দুর্দান্ত একটি রেকর্ড রয়েছে।
এই অনবদ্য পারফরম্যান্সের পর এই বছরের ব্যালন ডি’অরের জন্য সবচেয়ে বড় দাবিদার এখন দেম্বেলে।
তবে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, ব্যক্তিগত এই পুরস্কার জেতার সুযোগ থাকলেও, সেটা পিএসজির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার চেয়ে বড় নয়।
দেম্বেলে বলেন, ‘যখন আপনি পিএসজির মতো দলে খেলেন, তখন চ্যাম্পিয়নস লিগের মতো শিরোপা জেতাটাই আসল।
আমি দলকে নিয়ে ভাবছি, ব্যক্তিগত পুরস্কার নিয়ে নয়। ব্যালন ডি’অর মাথার পেছনে থাকলেও আমি এখন দল নিয়ে মনোযোগ দিচ্ছি।’
ফাইনালের প্রতিপক্ষ ইন্টার মিলানকে সমীহ করে দেম্বেলে বলেন, ‘ইন্টার অসাধারণ একটি দল, তারা ফাইনালে থাকার যোগ্য। তারা শারীরিকভাবে শক্তিশালী, ভালোভাবে রক্ষণ সামলাতে জানে, আক্রমণেও ওঠে ভালোভাবে, তাই আমাদের সামনে কঠিন প্রতিপক্ষ।
শনিবার রাতের ফাইনালের প্রস্তুতি সম্পর্কে দেম্বেলে বলেন, ‘আমি ফাইনালের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। ছোটবেলা থেকেই এই ম্যাচে খেলার স্বপ্ন দেখতাম।’
এই মৌসুমে দেম্বেলের পারফরম্যান্সে এসেছে বড় ধরনের পরিবর্তন। বার্সেলোনায় ছয় বছরের হতাশাজনক সময় কাটানোর পর পিএসজিতে গত মৌসুমে লিগে ২৬ ম্যাচে মাত্র তিনটি গোল করেছিলেন।
পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, ‘দেম্বেলে এই মৌসুমের সেরা খেলোয়াড়দের একজন।