27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

স্বামীকে প্রকাশ্যে আনলেন তমালিকা

স্বামীকে প্রকাশ্যে আনলেন তমালিকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

একসময়ের দাপুটে অভিনেত্রী তমালিকা কর্মকার পাঁচ বছরের বেশি সময় যুক্তরাষ্ট্রে আছেন। এরমাঝে কয়েকবার দেশে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সক্রিয় এই অভিনেত্রী। জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় পোস্ট করেন তিনি।

এবার সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে জানা গেল তমালিকা কর্মকার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। বিয়ে করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের অভিনেত্রীর এক পোস্ট জানা গেল সেই খবর। তমালিকা নিজেই জানালেন তার সংবাদ।

একটি পোস্টে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান অভিনেত্রী। সেখানে দুজনের ছবিও প্রকাশ করেন। এরপর একটি রিল প্রকাশ করেন যেখানে দুজনের একাধিক ছবি ছিল। অভিনেত্রীর প্রতিটি ছবিতেই স্বামীর সঙ্গে তাকে দারুণ খুশি দেখাচ্ছিল। দুজনের অনেক সুন্দর সময় কাটছে সেটা তাদের ছবিগুলো থেকেই স্পষ্ট।

তবে অভিনেত্রী কবে বিয়ে করেছেন সে ব্যাপারে কিছু জানাননি। জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন। তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয়। এরপর তাদের প্রেম ও বিয়ে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...