31.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আকাশে মেঘ, বৃষ্টির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির শঙ্কা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

ঢাকা: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

শনিবার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এই তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিনের মধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। একই সময়ে তাপমাত্রাও কিছুটা বাড়বে।

আগামী রোববার (১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া এই অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। দেশের অন্যান্য জায়গায় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

পরে আগামী সোমবার থেকে বুধবার (২-৪ জুন) পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকতে পারে। কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে। তবে তাপমাত্রা সামান্য বৃদ্ধি বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচদিনের শেষের দিকে আবারো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিসের এই পূর্বাভাসে জনগণকে অতি সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

অমিতাভ বচ্চনের প্রশংসায় ‘ডিয়ার মা’, উচ্ছ্বসিত জয়া আহসান

  বিনোদন ডেস্কঃ আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিয়ার মা’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরী...