- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
দেশের শিল্প কলকারখানাগুলোতে গ্যাস সরবরাহ আজ থেকেই বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘এটা আরও দু’একদিন আগেই হতো, কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস নামানো সম্ভব হয়নি।’
শনিবার (৩১ মে) সকালে আশুলিয়ায় বিভিন্ন শিল্প কারখানার বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান জ্বালানি উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, ‘আমি জানতে পেরেছি গাজীপুরে গ্যাসের অনেক অবৈধ সংযোগ রয়েছে।
এই অবৈধ সংযোগের সঙ্গে তিতাসের যে সকল কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি সরেজমিনে গ্যাস ও বিদ্যুত সরবরাহ দেখতে এসেছি। এর আগে সাভারে দেখে এসেছি। ইতিপূর্বে শিল্প কারখানার মালিকরা গ্যাস ও বিদ্যুত পাচ্ছেন না এর সত্যতা পাচ্ছিলাম না।