29.9 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

বাণিজ্যিক সিনেমায় আর দেখা যাবে না কোয়েল মল্লিককে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
‘নাটের গুরু’ দিয়ে শুরু, এরপর পেরিয়ে গেল ২২ বছর। এখনো দর্শক মনে সতেজ কোয়েল মল্লিক। তবে খন আর সচরাচর পর্দায় দেখা যায় না তাকে। গতকাল মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘সোনার কেল্লায় যকের ধন’।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে সিনেমা ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। সেসময় নানা প্রসঙ্গই উঠে আসে তার আলাপে।

নতুন সিনেমা ‘সোনার কেল্লায় যকের ধন’ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এমন অনেক ছবি আছে যেগুলো বক্স অফিসে সফলও হয়। আর এই ছবিটার ক্ষেত্রে আমি বলতে চাই, যখন এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে ভাবনাচিন্তা হচ্ছিল তখন নানা বিষয় উঠে এসেছিল।

তারপর যখন শুনলাম সোনার কেল্লায় শুটিং হবে খুবই উত্তেজিত হয়েছিলাম। ছোটবেলায় ‘ছুটি ছুটি’ অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’ দেখা খুব প্রিয় স্মৃতি। আর সেইখানে আমি শুট করছি, ভাবা যায়! তাই যখন আমরা মুকুলের বাড়িতে গিয়ে শুটিং করছি সেটা খুব মেমোরেবল।
ক্যারিয়ারের রজত জয়ন্তী নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নে কোয়েল বললেন, আমার তো মনে হয় এই সবে কাজ শুরু করলাম, কীভাবে এত বছর পেরিয়ে গেল বুঝতে পারলাম না।

পঁচিশ বছর নিয়ে ভাবিনি, আগে নিজেকে চিমটি কেটে দেখি!

 

মেইনস্ট্রিম বাংলা ছবির নায়িকা, যার চাহিদা এখনও তুঙ্গে। তবে সাক্ষাতকারে কোয়েল বাণিজ্যিক সিনেমায় ইতি টানার ইঙ্গিত দিয়েছন। তিনি বলেন, ওই ছবিগুলোর জন্যই আজকের আমি এখানে। দ্যাট মেইড মি। এখন অনেক বছর পেরিয়ে গেছে, আমিও অনেকটা পরিণত হয়েছি।

এই ধরনের ছবির কোটা আমার শেষ বলা যায়। দেখতে চাই, নতুনরা কেমন করছে। যদিও আগের থেকে তেমন বাণিজ্যিক ছবির সংখ্যা কমেছে, তবুও আমি মনে করি সব ধরনের ছবির ব্যালেন্স দরকার।

প্রসঙ্গত, নিসপাল সিং প্রযোজিত ‘সোনার কেল্লায় যকের ধন’ সিনেমাটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল। সিনেমাটিতে কোয়েল ছাড়া আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস, জ্যামি বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

- Advertisement -spot_img
সর্বশেষ

পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

খবরের দেশ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সাত...