30.7 C
Dhaka
শনিবার, আগস্ট ২, ২০২৫

বাংলাদেশের ৯ বছরের ছেলের কাছে হার বিশ্বের এক নম্বর কার্লসেনের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে বুলেট গেমে হারিয়েছে বাংলাদেশের ৯ বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ।

চেস ডট কমে অনুষ্ঠিত হয়েছে মুগ্ধ-কার্লসেনের ম্যাচ। তাদের খেলা বুলেট গেমটি মূলত একটি এক মিনিটের ম্যাচ। এই অনলাইন গেমে কার সঙ্গে কার খেলা পড়বে, তা আগে থেকে জানার উপায় থাকে না। সফটওয়ারের মাধ্যমে প্রতিপক্ষ নির্ধারিত হয় কে কার সঙ্গে খেলবে। সেভাবেই সৌভাগ্যক্রমে ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। আর সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন তিনি।

৯ বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ।

৯ বছর বয়সী মুগ্ধ রাজধানীর সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী। বয়সভিত্তিক দাবায় নিজেকে ইতোমধ্যে প্রমাণ করেছেন মাত্র ৯ বছর বয়সী মুগ্ধ। বাংলাদেশ অনূর্ধ্ব-১০ জুনিয়র চ্যাম্পিয়ন হয়ে নজর কেড়েছেন তিনি। এছাড়াও গত ডিসেম্বরে খেলেছেন ব্যাংককে এশিয়ান স্কুল দাবায়।

চেস ডটকম দাবার একটি অনলাইন প্ল্যাটফর্ম। সেখানে সাধারণত নিজের প্রোফাইল থেকে খেলতে হয়। মুগ্ধর প্রোফাইল না থাকায় কোচ নাঈম হকের প্রোফাইল দিয়ে কার্লসেনের বিপক্ষে খেলেছেন তিনি। শিষ্যের অনবদ্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ নাঈম।

- Advertisement -spot_img
সর্বশেষ

ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক ২ শিক্ষার্থী

খবরের দেশ ডেস্ক : ঝালকাঠিতে বিলের তদবির করতে এসে জনতার হাতে আটক হয়েছেন দুই শিক্ষার্থী। পরে তাদের পুলিশে দেওয়া হলে...