26 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

“এআই থেকে রক্ষা পেতে হলে খুব দক্ষ হতে হবে” — হিন্টনের সতর্কতা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ ডেস্কঃ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রদূত হিসেবে পরিচিত জিওফ্রি হিন্টন সাম্প্রতিক এক মন্তব্যে বলেছেন, ভবিষ্যতে এমন অনেক পেশা থাকবে যেগুলো এআই সহজেই প্রতিস্থাপন করতে পারবে। বিশেষ করে প্যারালিগাল (আইনি সহকারী) ও কল সেন্টারের কাজ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে তিনি সতর্ক করেছেন।

এক সাক্ষাৎকারে হিন্টন বলেন, “আমি যদি আজ কল সেন্টারে কাজ করতাম, তবে সত্যিই আতঙ্কিত থাকতাম।” তিনি আরও বলেন, “ভবিষ্যতের চাকরি বাঁচিয়ে রাখতে হলে আপনাকে খুব দক্ষ হতে হবে।”

তার মতে, যে সব কাজ নিয়মিত, পুনরাবৃত্তিমূলক এবং বিশ্লেষণ-নির্ভর নয়, সেগুলো এআই সহজেই করে ফেলতে পারবে। ফলে এসব ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয়তা দিন দিন কমে যাবে।

বিশ্বজুড়ে এখনই অনেক কোম্পানি কাস্টমার সার্ভিস, ডাটা এন্ট্রি ও প্রাথমিক আইনি সহায়তার মতো কাজে এআই ব্যবহার শুরু করেছে।

হিন্টন বলেন, “শুধু সেই পেশাগুলো টিকে থাকবে, যেগুলোর জন্য সৃজনশীলতা, জটিল চিন্তাশক্তি এবং মানবিক সিদ্ধান্ত জরুরি।”

২০২৩ সালে গুগল ছেড়ে দেওয়ার পর থেকেই হিন্টন কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে খোলামেলা মন্তব্য করে আসছেন। তার মতে, এই প্রযুক্তির অপব্যবহার রোধে এখনই সতর্ক না হলে বড় বিপদ ডেকে আনতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...