Your Ads Here 100x100 |
---|
প্রযুক্তি ডেস্কঃ
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মার্ক জাকারবার্গসহ মেটার বর্তমান ও সাবেক পরিচালকদের বিরুদ্ধে করা ৮ বিলিয়ন ডলারের মামলায় সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। বৃহস্পতিবার ডেলাওয়্যারের চ্যান্সারি কোর্টে মামলার শুনানির সময় শেয়ারহোল্ডারদের আইনজীবী এই তথ্য জানান।
মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের (FTC) সঙ্গে করা গোপনীয়তা সংক্রান্ত চুক্তি লঙ্ঘনের ফলে মেটাকে ২০১৯ সালে ৫ বিলিয়ন ডলার জরিমানা দিতে হয়। শেয়ারহোল্ডাররা অভিযোগ তোলেন, জাকারবার্গ, শেরিল স্যান্ডবার্গসহ ১১ জন সাবেক ও বর্তমান কর্মকর্তার দায়িত্বে গাফিলতির কারণেই এই ক্ষতি হয়। মামলায় দাবি করা হয়, তারা নিজেদের সম্পদ থেকে কোম্পানির ক্ষতিপূরণ বহন করুক।
বিচারক ক্যাথালিন ম্যাককরমিক বৃহস্পতিবার মামলার দ্বিতীয় দিনের শুরুতেই শুনানি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে সমঝোতার জন্য অভিনন্দন জানান।
আইনজীবী স্যাম ক্লোসিক বলেন, “চুক্তিটি হঠাৎ করেই সম্পন্ন হয়।” তবে সমঝোতার বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা ছিল মার্ক অ্যান্ড্রিসন, পিটার থিয়েল এবং রিড হ্যাস্টিংসের মতো বিখ্যাত বোর্ড সদস্যদের। সোমবার জাকারবার্গ এবং বুধবার স্যান্ডবার্গের সাক্ষ্য দেওয়ার কথা ছিল।
ডিজিটাল কনটেন্ট সংগঠনের প্রধান জেসন কিন মন্তব্য করেছেন, “এই সমঝোতা হয়তো সংশ্লিষ্টদের জন্য স্বস্তির, কিন্তু জনস্বার্থের বিচারে এটি এক অপূর্ণতা।” সূত্রঃ রয়টার্স