Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ময়দান।
শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। ভোর থেকে ঢাকার আশপাশের এলাকা, বিশেষ করে গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে সংগঠিতভাবে হাজার হাজার নেতাকর্মী বাস, পিকআপ ও ব্যক্তিগত যানবাহনে করে সমাবেশস্থলের দিকে রওনা দেন।
সকাল ১০টার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলে দলে মিছিল নিয়ে ব্যানার-ফেস্টুন হাতে নেতাকর্মীরা সোহরাওয়ার্দীতে জড়ো হতে থাকেন।
এদিকে উদ্যান ছাড়িয়ে আশপাশের রাস্তায়, এমনকি রমনা পার্কের ভেতরেও অবস্থান নিচ্ছেন অনেকে। কেউ বিশ্রাম নিচ্ছেন, কেউবা গরম উপেক্ষা করে আড্ডায় মেতে উঠেছেন।
দলটির সাত দফা দাবির মধ্যে রয়েছে — অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন এবং প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।
প্রথমবারের মতো সোহরাওয়ার্দীতে এককভাবে জাতীয় সমাবেশ করছে জামায়াত। প্রায় ২০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে সমাবেশ পরিচালনায়।