28 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

সেপ্টেম্বরের ১৩ দিনে এলো ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। প্রতি ডলারের মান ধরা হলে ১২২ টাকা, যা প্রায় ১৬ হাজার কোটি টাকা সমান।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে সোমবার (১৫ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে এই সময়কালে প্রাপ্ত রেমিট্যান্স গত বছরের একই সময়ে প্রাপ্ত রেমিট্যান্সের তুলনায় বেশি। ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রথম ৬ দিনে দেশে প্রবাসীরা ১১৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এ বছর প্রথম ১৩ দিনে রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১৫ কোটি ৬০ লাখ ডলার বেশি।

আরও পড়ুনঃ ৭৫ বছর বয়সে বিয়ে পাশ করা কে সেই সাদেক

এর আগে চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম মাস জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। এছাড়া সদ্য বিদায়ী আগস্টে দেশে ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে চরাঞ্চলের কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলায় রূপান্তরিত করা হবে : হাসান মামুন

  মো: জহিরুল ইসলাম চয়ন, পটুয়াখালীপ্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল...