18 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

জয়পুরহাট মহিউস সুন্নাহ নুরানী মাদ্রাসা এন্ড স্কুলে ২য় সেমিষ্টার পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জয়পুরহাট মহিউস সুন্নাহ নুরানী মাদ্রাসা এন্ড স্কুলের ২য় সেমিষ্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি ও দুনিয়াবী শিক্ষায় সমৃদ্ধ করতে হবে। মাদ্রাসা ও স্কুলকে আদর্শ শিক্ষার বাতিঘর হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নৈতিকতা ও সৎ চরিত্র গঠনের মাধ্যমেই প্রকৃত মানুষ তৈরি সম্ভব।

তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতা। তাদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষ হতে হবে।”

ফল প্রকাশ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মো: আল হাসান ,জয়পুরহাট জেলা প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...