- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরেরদ দেশ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম আবারও নতুন উচ্চতায় পৌঁছেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে থেকে প্রতি গ্রামে আরও ২ দিরহাম বেড়ে সন্ধ্যায় ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৪৩০.৫০ দিরহামে। সকালে এ দাম ছিল ৪২৯ দিরহাম। একই সময়ে ২৪ ক্যারেট স্বর্ণ দাঁড়িয়েছে ৪৬৫ দিরহামে, যা সকালে ছিল ৪৬৩.২৫ দিরহাম। খবর গালফ নিউজ।
মাত্র সাত দিন আগে দুবাই বাজারে ২৪ ক্যারেট স্বর্ণ ছিল ৪৫২.২৫ দিরহাম এবং ২২ ক্যারেট ৪১৮.৭৫ দিরহাম। ভারতের বাজারেও শুক্রবার সকালে ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে প্রতি গ্রামে ১১ হাজার ৮৬৯ রুপি এবং ২২ ক্যারেট ১০ হাজার ৮৮০ রুপিতে।
বিশ্ববাজারে স্বর্ণের দাম এখনো আউন্সপ্রতি ৩ হাজার ৮০০ ডলারের ওপরে অবস্থান করছে। ফেডারেল রিজার্ভের নীতি প্রত্যাশা ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা দামকে ধরে রেখেছে।
বিশ্লেষক রানিয়া গুলে জানান, বিনিয়োগকারীরা ধারণা করছেন যুক্তরাষ্ট্র আগেভাগে সুদের হার কমাতে পারে। এতে প্রকৃত মুনাফা কমলেও স্বর্ণের চাহিদা বাড়বে। পাশাপাশি মার্কিন সরকার শাটডাউন সংকট ও বৈশ্বিক উত্তেজনা বিনিয়োগকারীদের স্বর্ণের মতো নিরাপদ আশ্রয়ে টেনে নিচ্ছে।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শামলাল আহমেদ বলেন, গত ২১ মাসে স্বর্ণের দাম বেড়েছে ৮৫ শতাংশ। এর মধ্যে শুধু ২০২৪ সালেই বৃদ্ধি হয়েছে ৩৭ শতাংশ। তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামী কয়েক বছরে দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছুঁতে পারে।
দেশীয় বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
-
২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ১,৯৫,৩৮৪ টাকা
-
২১ ক্যারেট: ১,৮৬,৪৯৬ টাকা
-
১৮ ক্যারেট: ১,৫৯,৮৫৫ টাকা
-
সনাতন পদ্ধতির ভরি: ১,৩২,৭২৫ টাকা

