16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

নাচোলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

“শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দৃপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত হয়েছে।

রবিবার ৫ অক্টোবর সকাল ১০টায় উপজেলার কলেজ, মাদ্রাসা ও হাইস্কুলের শিক্ষকদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ ওবাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, তাজামুল হক, আব্দুর রহিম, সুপার মজিবুর রহমান।

অধ্যক্ষ ওবাইদুর রহমান স্বাগত বক্তব্যে বলেন,শিক্ষক ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। এ কারণে ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের ১০০টিরও বেশি দেশে এই দিনটি উদযাপিত হয়। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে বিভিন্ন দেশে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন শুরু হয়। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন,একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একজন শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান এবং সমাজকে গড়ে তোলেন জ্ঞান ও নৈতিকতার ভিত্তিতে। তাই তাদের ভূমিকা জাতি গঠনের কারিগর হিসেবে অনন্য ও অপরিসীম। এই দিবসটি শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের কাজকে মূল্যায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...