- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বাংলা সিনেমার ইতিহাসে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর মৃত্যুর পরও তার কণ্ঠ যেন হারিয়ে যায়নি—পর্দার আড়ালে বন্ধুত্বের বন্ধনেই তা জীবন্ত থেকেছে। সেই কণ্ঠের পেছনে ছিলেন খল অভিনেতা আশরাফুল হক ডন।
সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমবারের মতো এই অজানা তথ্য প্রকাশ করেছেন ডন। তিনি জানিয়েছেন, সালমান শাহর মৃত্যুর পর তার কয়েকটি অসমাপ্ত চলচ্চিত্রে (যেমন ‘আনন্দ অশ্রু’, ‘সত্যের মৃত্যু নেই’) ডাবিং করেছিলেন তিনি নিজেই।
ডন বলেন,
“বন্ধুত্ব এমন এক জিনিস, যা আত্মার সঙ্গে কানেকশন তৈরি করে। সালমানের সঙ্গে বন্ধুত্ব এমন পর্যায়ে গিয়েছিল যে, তার অনেক কিছুই আমার মধ্যে চলে এসেছিল। আমি তার ভয়েসে কথা বলতে পারতাম।”
নির্মাতা শিবলী সাদিকের অনুরোধেই এই ডাবিংয়ের কাজ শুরু হয়। ডন জানান,
“শিবলী ভাই অনেককেই চেষ্টা করিয়েছিলেন, কিন্তু কারও কণ্ঠ সালমানের সঙ্গে মেলেনি। পরে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রস্তাব দেন—‘ডন ভাইকে চেষ্টা করে দেখেন।’ তখন আমি রাজি হইনি, কিন্তু বন্ধুর প্রতি ভালোবাসা থেকেই শেষ পর্যন্ত রাজি হই।”
‘আনন্দ অশ্রু’ ছবিতে পুরো ডাবিং শেষ করার পরও ডন চেয়েছিলেন বিষয়টি গোপন থাকুক।
“আমি শিবলী ভাইকে বলেছিলাম, প্রচার করবেন না যে ভয়েস আমি দিয়েছি। এটা আমার বন্ধুর প্রতি শ্রদ্ধা, প্রচারের বিষয় নয়।”

