21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

সালমান শাহ–শাহরুখ খানের সেই সাক্ষাৎ: আলোচিত ছবির পেছনের অজানা গল্প

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

১৯৯৫ সালের ১২ আগস্ট, সালমান শাহ ও তাঁর স্ত্রী সামিরার বিবাহবার্ষিকী। বিশেষ দিনটি উদ্‌যাপন করতে দু’জনই যান নেপাল ভ্রমণে সেখানেই ঘটে যায় এক স্মরণীয় ঘটনা—যা পরবর্তীতে দুই তারকার একটি বিরল ছবিকে কিংবদন্তি করে তোলে।
সালমান শাহর এক ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে জানিয়েছেন, নেপালের এক পাঁচতারা হোটেলে অবস্থানকালে সালমান শাহ ম্যানেজারকে বলেন,

“আজ রাত ৯টা পর্যন্ত যারা ডিনার করবেন, সবার বিল আমি দেব। আজ আমাদের বিবাহবার্ষিকী—আমি বাংলাদেশের সুপারস্টার।”

সেই হোটেলেই তখন অবস্থান করছিলেন বলিউড কিং শাহরুখ খান, স্ত্রী গৌরী খানকে সঙ্গে নিয়ে। বিষয়টি জানতে পেরে শাহরুখ খান হোটেল ম্যানেজারের কাছ থেকে সালমানের কক্ষ নম্বর জেনে হাতে ফুল নিয়ে তাঁর রুমে হাজির হন।
সালমান শাহ প্রথমে বিস্মিত হলেও পরে দু’জনের মধ্যে গড়ে ওঠে আন্তরিক বন্ধুত্ব। তারা একসঙ্গে ছবি তোলেন এবং সিনেমা নিয়ে আলাপ করেন। এমনকি ভবিষ্যতে যৌথভাবে একটি চলচ্চিত্রে কাজ করার কথাও বলেন তারা।
সূত্র জানায়, ১৯৯৫ সালে সালমানের কাছ থেকেই ছবিটি সংগ্রহ করে জনকণ্ঠ পত্রিকায় প্রথম প্রকাশ করা হয়।
এমনকি, ২০১০ সালে শাহরুখ খান ঢাকা সফরে এসে আর্মি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সালমান শাহর সঙ্গে সিনেমা করার সেই পরিকল্পনার কথাও স্মরণ করেন বলে জানা যায়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...