16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

আমি কাঁদছি, সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব: মিথিলা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
বিশ্বসেরা এই আসরে বাংলাদেশের মুখ হয়ে তিনি ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন — দর্শক ভোটে বিশ্বের সেরা পাঁচে (টপ ৫) জায়গা করে নিয়েছেন মিথিলা।
বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন এই বাংলাদেশি তারকা। সেখান থেকেই সোমবার (১১ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

“আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব। তোমাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে! সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না,” লিখেছেন মিথিলা।

পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন,

“আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বাংলাদেশে মুকুটটি আনার জন্য এবার একসঙ্গে কাজ করি।”

মিথিলার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নায়িকা তমা মির্জা, ইউটিউবার সালমান মুক্তাদির, অভিনেত্রী সামিরা খান মাহি, হৃদি শেখ, এবং সংগীতশিল্পী শেখ সাদীসহ অসংখ্য তারকা তার প্রতি শুভকামনা জানিয়েছেন।
থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। প্রাথমিক বিভিন্ন পর্বে মিথিলার আত্মবিশ্বাসী পারফরম্যান্স ও ঝলমলে উপস্থিতি আন্তর্জাতিক পর্যায়ে নজর কাড়ছে।
ইতোমধ্যেই তিনি একাধিক ক্যাটাগরিতে টপ ফাইভে জায়গা পেয়েছেন।
আন্তর্জাতিক পেজেন্ট বিশ্লেষকদের মতে, এবারের প্রতিযোগিতায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দুজনেই শীর্ষ স্থানের জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...