- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।
বিশ্বসেরা এই আসরে বাংলাদেশের মুখ হয়ে তিনি ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন — দর্শক ভোটে বিশ্বের সেরা পাঁচে (টপ ৫) জায়গা করে নিয়েছেন মিথিলা।
বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন এই বাংলাদেশি তারকা। সেখান থেকেই সোমবার (১১ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
“আমি কাঁদছি… সত্যি বলতে এখন বুঝতে পারছি না কী বলব। তোমাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে! সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না,” লিখেছেন মিথিলা।
পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন,
“আমি তোমাদের সবাইকে ভালোবাসি। বাংলাদেশে মুকুটটি আনার জন্য এবার একসঙ্গে কাজ করি।”

