16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বাড্ডায় গুলিতে যুবক নিহত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কে বা কারা মামুন শিকদারকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, “নিহত ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।”
ওসি আরও জানান, মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় এ গুলির ঘটনা ঘটে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান বলেন, “বাসাটির মেঝে থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার থুতনির নিচে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।”
তিনি আরও জানান, আশপাশের লোকজন জানিয়েছেন, যে বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেটি নিহতের নিজ বাসা নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত মামুনের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার, বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে। এখনো নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে, এবং এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...