রাজধানীর গুলিস্তানে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ জনতা ভবনটিতে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শেখ হাসিনার বিচারকে কেন্দ্র করে ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে গুলিস্তান এলাকায় উত্তেজনা দেখা দেয়। এ সময় বিভিন্ন সংগঠনের কর্মীরা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরের দিকে হঠাৎ ভবনটির সামনে বিক্ষোভকারীরা স্লোগান শুরু করে এবং একপর্যায়ে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে আংশিক ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১৭ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ তারিখ ঘোষণা করেন। এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
রায়কে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা।