16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

হাদিকে লক্ষ্য করে গায়ে ছুড়ে মারল ময়লা পানি

জনপ্রিয়

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে নির্বাচনী মাঠে নেমেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তবে মতিঝিলের এজিবি কলোনিতে গণসংযোগের সময় অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হন তিনি।
শনিবার (১৫ নভেম্বর) প্রচারণা চলাকালে তার দিকে টানা তিনবার ময়লা পানি ছুড়ে মারার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়—
“ভাই, ময়লা পানি যে মারছেন, আরও মারতে পারেন। সমস্যা নেই, মারেন। তিনবার মারছে ময়লা পানি।”
ঘটনাস্থলের আশপাশে থাকা নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। পুরো ঘটনাতেই হাদি নিজে সংযম প্রদর্শন করে সমর্থকদের উত্তেজিত না হওয়ার অনুরোধ জানান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, রমনা, মতিঝিল, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এলাকার তরুণ প্রার্থীদের মধ্যে হাদি অন্যতম, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে নামার ঘোষণা দিয়েছেন আগেই।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...