রাজধানীতে বাসে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপের মতো প্রাণঘাতী নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার বিকেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো এক বেতার বার্তায় তিনি এই কঠোর নির্দেশনা জারি করেন।
ডিএমপির অপরাধ বিভাগের দুই উপকমিশনারসহ অন্তত পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
“জীবনহানির চেষ্টা করলে গুলি—আইনেই আছে” : ডিএমপি কমিশনার
এ বিষয়ে জানতে চাইলে কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন,
“আমি বেতার বার্তায় বলেছি—কেউ বাসে আগুন দিলে বা ককটেল নিক্ষেপ করে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে।”
তিনি এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।
মাত্র পাঁচ দিন আগে চট্টগ্রামে এসএমজি ব্যবহারের নির্দেশনা
এর আগেই গত সপ্তাহে নিরাপত্তা জোরদারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ শহরে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহারের নির্দেশ দেন। তার সেই নির্দেশনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরিস্থিতি উত্তপ্ত, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
রাজধানীতে টানা নাশকতা, বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ডিএমপির সর্বশেষ নির্দেশনা আসলো। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এমন কঠোর আদেশ সাধারণত তখনই দেওয়া হয় যখন হুমকি দ্রুত বিস্তার লাভের আশঙ্কা থাকে।