ঢাকা কলেজের ঝুঁকিপূর্ণ হল সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়ে কলেজের সামনে প্রধান সড়কে অবস্থান নিলে দু’দিকেই তীব্র যানজট সৃষ্টি হয়।
ভূমিকম্পে আতঙ্ক, পরিত্যক্ত হল নিয়ে ক্ষোভ
শিক্ষার্থীরা অভিযোগ করেন, আখতারুজ্জামান ইলিয়াস হল দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ঘোষণা করা হলেও চলতি বছর আবারও সেখানে শিক্ষার্থী রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। শুক্রবারের ভূমিকম্পে হলটিতে মারাত্মক দুলুনি অনুভূত হওয়ায় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয় বলে তারা জানান।
এক শিক্ষার্থী বলেন,
“হলটি বিপজ্জনক—এ ব্যাপারে আমরা অনেকদিন ধরেই সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানাচ্ছি। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই সরকারের নজর কাড়তেই আমরা সড়ক অবরোধ করেছি।”
কর্তৃপক্ষের প্রতি অবহেলা ও দুর্নীতির অভিযোগ
বিক্ষোভে থাকা শিক্ষার্থীরা স্লোগানে কলেজ কর্তৃপক্ষের প্রতি অবহেলা, দুর্নীতি ও দায়িত্বহীনতার অভিযোগ আনেন। তাদের দাবি—শুধু ইলিয়াস হল নয়, কলেজের প্রায় সব আবাসিক হলেই নিয়মিতভাবে পলেস্তারা খসে পড়ে, ফলে শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন।
আন্দোলনকারীরা বলেন,
“হলগুলোতে বারবার দুর্ঘটনা ঘটে, কিন্তু প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ে না। ইলিয়াস হল অবিলম্বে ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।”