26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

কাঁঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঝালকাঠির কাঁঠালিয়ায় পৃথক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আসর নামাজ শেষে উপজেলার ঝোঁড়খালী দরবার শরীফে প্রথম মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে মাগরিব নামাজের পর আমুয়া বন্দর জামে মসজিদেও একই কর্মসূচি পালন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও কাঠালিয়া-রাজাপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। দোয়া পরিচালনা করেন ছালেহিয়া রশিদিয়া হাফেজিয়া ও নূরাণী এতিমখানার হযরত মাওলানা মোঃ রুহুল আমীন (আবু হুজুর) এবং আমুয়া বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সিরাজ।

সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের সবার দোয়া করা উচিত।”

এ কর্মসূচির আয়োজন করে ২নং পাটিখালঘাটা ও ৩নং আমুয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি...