26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

সিরাজগঞ্জে বাগবাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিরাজগঞ্জের ২ নং বাগবাটি ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দলীয় চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে ভক্ত-সমর্থকদের মিলনমেলা।

দোয়া মাহফিলকে ঘিরে সকাল থেকেই এলাকায় এক আবেগঘন পরিবেশ বিরাজ করে। বিএনপি, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে দোয়া স্থলে উপস্থিত হতে থাকেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলীয় নেতাকর্মীদের গভীর উদ্বেগ ও তাঁর সুস্থতার প্রতি আন্তরিক প্রত্যাশা দোয়া অনুষ্ঠানে স্পষ্ট হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মমিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির নিবেদিতপ্রাণ নেতা মাহফুজুর রহমান ডেবিট। আরও উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সফিকুল ইসলাম লালচাঁন, ছাত্রদলের সভাপতি তানভীর রাব্বি, ছাত্রদল সেক্রেটারি কাদের, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদল আক্তার লেবু, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা ডা. আবদুস সাত্তার, এবং ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা শুধু দলের কর্মীদেরই নয়, বরং দেশের লক্ষ লক্ষ গণতন্ত্রকামী মানুষের প্রানের দাবি। তাঁরা বলেন, “আমাদের নেত্রী আজ অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।“

মোনাজাত পরিচালনা করেন স্থানীয় এক ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা এবং দীর্ঘ জীবন দান করেন। একই সঙ্গে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের উন্নতির জন্যও দোয়া করেন।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থেকেই তাঁরা নিয়মিত দোয়া-দরুদ করে যাচ্ছেন। তাঁরা আশা প্রকাশ করেন, নেত্রী সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।

অনুষ্ঠান শেষে সাধারণ নেতাকর্মীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি...