15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ইরানের শাসনব্যবস্থা কার্যত শেষের পথে : জার্মান চ্যান্সেলর

জনপ্রিয়
ইরানে চলমান বিক্ষোভ দমন করতে সরকারের কঠোর অভিযানের ফলে দেশটির শাসনব্যবস্থা চরম চাপে পড়েছে। বিক্ষোভে শত শত মানুষ নিহত হওয়ার খবরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস মন্তব্য করেছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা কার্যত পতনের মুখে।
মঙ্গলবার ভারত সফরের সময় বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেৎস বলেন, কোনো সরকার যখন শুধুমাত্র সহিংসতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে।
তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, আমরা ইরানের এই শাসনব্যবস্থার শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি।”
জার্মান চ্যান্সেলরের মতে, ইরানের বর্তমান নেতৃত্বের কোনো গণতান্ত্রিক বৈধতা নেই, কারণ তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানের জনগণ এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে।
মেৎস আরও বলেন, তিনি আশা করেন এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান বেরিয়ে আসবে এবং সহিংসতা ছাড়াই পরিস্থিতির অবসান ঘটবে।
তিনি জানান, ইরানে একটি গণতান্ত্রিক সরকারের দিকে শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিত করতে জার্মানি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ইউরোপীয় দেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জীবন বিপন্ন হলেও সীমান্তে মানুষ মারার চেষ্টা রুখব: ফেলানীর ভাই

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিক হিসেবে...