মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। মা হতে চলেছেন তিনি। গত বছরের নভেম্বরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় তাঁর। বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই এবার এল এই সুখবর।
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় থাকা প্রিয়াঙ্কা জামান বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা। বিয়ের আগে তিনি জানিয়েছিলেন, ধার্মিক পাত্রকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান। বিয়ের পরেও তিনি বলেন, তাঁর স্বামী নিয়মিত নামাজ আদায় করেন এবং কোনো কাজা নামাজ নেই—এ কারণে সংসার জীবন নিয়ে তিনি বেশ সুখী।
আগামী বুধবার (১৪ জানুয়ারি) প্রিয়াঙ্কার জন্মদিন। জন্মদিনের আগমুহূর্তে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মাতৃত্বের খবরটি নিশ্চিত করেন। অভিনেত্রী বলেন, “নিজের জন্মদিনের সঙ্গে সঙ্গে জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমি মা হতে চলেছি। অনুভূতিটা একদিকে আনন্দের, আবার একটু লজ্জারও।”
প্রিয়াঙ্কা জামান জানান, চিকিৎসকদের হিসাব অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে সন্তানের আগমনের সম্ভাবনা রয়েছে। তবে আল্লাহ চাইলে আরও আগেও সন্তান পৃথিবীতে আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সন্তানের নাম নিয়েও আগেভাগেই ভাবনা রয়েছে অভিনেত্রীর। ছেলে হলে নাম রাখবেন আফফান বিন রাকিব, আর মেয়ে হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব।