15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

জীবন বিপন্ন হলেও সীমান্তে মানুষ মারার চেষ্টা রুখব: ফেলানীর ভাই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিক হিসেবে শপথ গ্রহণ করেছেন। বুধবার (আজ) চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি এই শপথ নেন।
বীরউত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে আরফানসহ মোট ৩ হাজার ২৩ জন নবীন রিক্রুট শপথ গ্রহণের মাধ্যমে বিজিবির সৈনিক জীবনে পদার্পণ করেন।
কুচকাওয়াজ শেষে অনুভূতি প্রকাশ করে সৈনিক আরফান হোসেন বলেন, “আমার বোনকে যখন গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, তখন আমার বয়স ছিল মাত্র ছয় বা সাত বছর। সেই ঘটনা আমাদের পুরো পরিবারকে ভেঙে দিয়েছিল। তখন থেকেই মা–বাবার ইচ্ছে ছিল আমাকে দেশের সেবায় বিজিবিতে যুক্ত করবেন। সেই স্বপ্ন পূরণ করতেই নিজেকে প্রস্তুত করেছি।”
তিনি আরও বলেন, “আজ বিজিবির সৈনিক হতে পেরে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারব। নিজের জীবন বিপন্ন করে হলেও সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা রুখে দেওয়ার চেষ্টা করব।”
সীমান্তে আর কোনো ফেলানীর পুনরাবৃত্তি যেন না হয়—এ প্রত্যয় ব্যক্ত করে আরফান বলেন, “একজন সীমান্তরক্ষী হিসেবে আমি চাই না, আমার বোনের মতো আর কাউকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হোক। আর কোনো মা–বাবা যেন সন্তান হারানোর বেদনা না পান। এ জন্য সীমান্ত পাহারায় সর্বোচ্চ সতর্ক থাকব।”
উল্লেখ্য, গত বছরের ২৩ ফেব্রুয়ারি ১৫ বিজিবি আয়োজিত সিপাহি নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন আরফান হোসেন। তিনি ২০২২ সালে স্থানীয় নাখারগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে স্থানীয় একটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন ফেলানী খাতুন। পরে তার মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার প্রায় ১৫ বছর পর তার ছোট ভাই বিজিবির সদস্য হিসেবে নিয়োগ পেলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নবীন সৈনিকদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিঅ্যান্ডসির কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাষণে স্বরাষ্ট্র উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী তৎকালীন ইপিআরের ৮১৭ জন শহীদ ও ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বিজিবির চার মূলমন্ত্র—মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা—অনুসরণ করে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান!

মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। মা হতে চলেছেন তিনি। গত বছরের নভেম্বরে টেক্সটাইল...