| Your Ads Here 100x100 |
|---|
বিনোদন ডেস্ক
শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির পর দেশের দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। গত ১২ এপ্রিল সিনেমাটি অস্ট্রেলিয়ায় মুক্তি পায় এবং মুক্তির পর থেকেই সেখানে হাউজফুল চলছে, এমনটি জানিয়েছে সেখানকার পরিবেশক প্রতিষ্ঠান পথ প্রোডাকশন এবং ঈগল এন্টারটেইনমেন্ট।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, মুক্তির পরেই টিকিটের সংকট সৃষ্টি হলে শো সংখ্যা বৃদ্ধি করা হয়। দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ার পর, পরিবেশক প্রতিষ্ঠান আগামী মাসেও সিনেমাটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
তারা জানিয়েছেন, মে মাসজুড়ে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে মোট ১৮টি শো অনুষ্ঠিত হবে।
পথ প্রোডাকশনসের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তির পর থেকেই সিনেমার শোগুলি হাউজফুল যাচ্ছে। প্রথমে অস্ট্রেলিয়ায় ১৫টি শো চলার পরিকল্পনা ছিল, কিন্তু দর্শক চাহিদার কারণে আরও ৫টি শো বাড়ানো হয়, ফলে মোট শো সংখ্যা দাঁড়িয়েছে ২০টি। আগামী মে মাসে ১৮টি শো চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
এছাড়া, ২৫ এপ্রিল সিনেমাটি ইউএসএ এর ১৫টি শহরে মুক্তি পেয়েছে এবং পর্যায়ক্রমে মুক্তির অপেক্ষায় রয়েছে কানাডা, ইংল্যান্ড, ইতালি, মিডল ইস্টসহ বিভিন্ন দেশে।
‘দাগি’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, যিনি দুই বছর পর সিনেমা হলে ফিরে এসেছেন। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট।

