16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

রাজধানীতে গভীর রাতে চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনতাই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ প্রতিবেদক,

রাজধানীর কলেজগেট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কাছ থেকে নগদ টাকাসহ অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা যাত্রী সেজে রিকশায় উঠে এ  ঘটনা ঘটায়। পরে আহত চালক কবির হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তির ছেলে মো. সাব্বির সাংবাদিকদের জানান, রাতে ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা দেন কবির। একজন যাত্রী কলাবাগানে নামলেও অপর যাত্রী কলেজগেট এলাকায় গাড়ি থামাতে বলেন। সেখানে পৌঁছালে কয়েকজন কবিরকে ধরে একটি পিকআপ ভ্যানে তুলে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। পরে তার কাছ থেকে প্রায় ১ হাজার টাকা, মোবাইল ফোন ও অটোরিকশার ব্যাটারি খুলে নেয়। একপর্যায়ে কবিরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে অটোরিকশাটিও নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন কবির।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...