34.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫

কালো জাদুর শিকার হয়েছিলাম : মিষ্টি জান্নাত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
চিত্রনায়িকা তানিন সুবহার মৃত্যু নিয়ে সিনেমাপাড়ায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে। মঙ্গলবার তানিনের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। এদিন রাত ৭টা ৫৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আট দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু হয় তানিনের।
একদিনে ১৯ মে অভিনেত্রীর ফেসবুকে এক পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে। সেখানে তিনি কালো জাদুর শিকার হওয়ার কথা জানিয়েছিলেন।
এদিকে লন্ডন থেকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এক ফেসবুক স্ট্যাটাসে নিজেও কালো জাদুর শিকার হয়েছিলেন বলে জানান।
লাভ স্টেশন ছবির এই নায়িকা লিখেছেন, আমাকে ২০১৭ সালে কালা জাদু করা হয়েছিলো। আমি জানি এটার ভয়াবহতা। আমি কলকাতার একটা হাসপাতালে আইসিইউতে ছিলাম ২২ দিন। আমার সমস্ত শরীরে পানি জমে ছিল। তখন আমার মিডিয়াতে টপ হাইপ ছিল। একের পর এক সিনেমা ছিল । তারপর থেকে আমি সব কাজ কমিয়ে দিয়েছি। আমাকে হুজুরের কাছে দেখানো হয়েছে অনেকবার। যখন আমি ভালো কিছু করতে যাই একটা গ্রুপ আমার পেছনে পড়ে থাকে। তারা বার বার চায় আমি যেন মরে যাই। এখন চাচ্ছে বিভিন্ন মানুষ দিয়ে বাজে কমেন্ট, নিউজ করিয়ে আমাকে মানসিকভাবে আঘাত করে সুইসাইড করাতে। কিন্তু আমি সুইসাইড করার মেয়ে না। আমার যদি কিছু হয় তাহলে ওরা দায়ী থাকবে। আবারও আমার পিছে লেগেছে ওরা। নামগুলো আমার ডায়রিতে আছে।
এদিকে ১৯ মে তানিন নিজের স্ট্যাটাসে লিখেছিলেন, কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরে আনাচে কানাচে কতো কি যে পেলাম। কেন এমন করছেন!আমিতো কারোর ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসবের ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
- Advertisement -spot_img
সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধ স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

  খবরের দেশ ডেস্কঃ জুলাই-আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন বাংলাদেশের সাবেক পুলিশপ্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ...