27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

নায়িকা রুবিনাকে অপহরণের চেষ্টা!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

এ প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনা।  সর্বশেষ ‘লিপিস্টিক’ সিনেমায় তাকে দেখা গেছে তাকে ।এ ছাড়া ও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি মঙ্গলবার (২১ জানুয়ারি) নিঝুম ভয়ংকার এক অভিজ্ঞতার  মুখোমুখি হয়েছেন। গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেছেন বলে জানিয়েছেন।

সবাইকে সতর্ক করে ঘটনার বর্ণনা  দিয়ে উবার চালকের ছবি শেয়ার করে ফেসবুকে স্ট্যাটাসও দিয়ে তিনি বলেন,

এ প্রসঙ্গে নিঝুম রুবিনা বলেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হবে। কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে উবার কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাবো। উবার চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলেন আপনার লোকেশনেই যাচ্ছি চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা তারপরও সে গুলশান রোডে ঢুকেছে।

এ প্রজন্মের নায়িকা নিঝুম রুবিনা

 

তখন তার গাড়ির স্পিড প্রায় ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বলল চুপ থাক কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস তুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’

 

নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা লেখেন, ‘আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে যদি জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত।’

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...