24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫

মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপে মিষ্টি জান্নাত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢাকাই ছবির আলোচ্যনায়িকা মিষ্টি জান্নাত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন এক কেন্দ্রীয় পোস্ট, যেখানে তিনি ১২৭ জন পেইজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট নির্মাতা ও ব্যবহারকারীর বিরুদ্ধে “মানহানিকর মন্তব্য”ের অভিযোগ এনেছেন। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারী দিয়েছেন।

মিষ্টি জান্নাত লিখেছেন, “কিছু পেইজ ও সো-কলড ‘জার্নালিস্ট’ নামে ভিউ-ব্যবসায়ী এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটর অক্ষরে অক্ষরে বাজে মন্তব্য করে আমার পেইজে।” তিনি আরো উল্লেখ করেন, “এই ১২৭ জনের স্ক্রিনশট ও লিঙ্ক এন্ট্রি করা হয়েছে। আমার আইনজীবী, ফ্যান-ফলোয়ার ও পরিবার বিষয়টি নিয়ে কাজ করছেন।”

তার অভিযোগ, “এদের কাজ হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রচারণা—এখন আর কোনো ক্ষমা নয়; আইনগত ব্যবস্থা নেয়ার পথে এগোচ্ছি।”

মিষ্টির আয়োজিত সাহসী পদক্ষেপ ঢালিউড ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অঙ্গীকার ও কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ উপেক্ষা করেই মন্তব্য করেছেন এটি ‘বাজারি হাইপ তৈরির কৌশল’।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিনেত্রী বলেন, “ফেসবুক–টিকটকের এই সময়, গ্ল্যামার ডোমেইনে এমন প্রতারণা–অভিযোগের ঘটনা নতুন নয়।” অন্যদিকে এক সাংগঠনিক কর্মী জানান, “এটি গায়ে লেগে অবলম্বনীয়, কারণ অনলাইনে যেকোন সেলেব্রিটি মিথ্যা তথ্যের প্রকরণে ক্ষতিগ্রস্ত হতে পারে।”

এই ঘটনায় জানা যায়, মিষ্টি–আইনজীবী–ফ্যানদের মিডিয়া বিশ্লেষক পরামর্শ দিচ্ছেন, “প্রতিটি মন্তব্যের সত্যতা যাচাই করে মামলা আগামী সপ্তাহেই রুজু করা হতে পারে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...